Modifier
যেসব
word, phrase বা clause অন্য কোন word, phrase
বা clause সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে ব্যবহার করা হয়, তাদেরকে
Modifiers বলে ।
অবস্থান অনুসারে Modifier কে দুইভাগে ভাগ করা যায়।
যথাঃ
1.
Pre-modifiers: যেসব
word, phrase বা clause অন্য কোন
word, phrase বা clause এর পূর্বে বসে তাদের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে , তাদেরকে
Pre-Modifiers বলে ।যেমনঃ
Raju is my brother.
2.
Post-modifiers: যেসব
word, phrase বা clause অন্য কোন
word, phrase বা clause এর পরে বসে তাদের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে , তাদেরকে
Post-Modifiers বলে ।যেমনঃ
Mina reads attentively.
Uses of Pre-modifiers: Noun এর পূর্বে শূন্যস্থান থাকলে , সেখানে Derterminer, Pre-determiner,
Present Participle, Past Participle, Adjective, অন্য কোনো Noun বা Nominal Compound বসতে পারে।এছাড়াও Quantifiers, Possessives,
Noun-adjective ,
Pre-modifiers হিসাবে ব্যবহার হয়ে থাকে।
Determiner: Determiner হচ্ছে এমন কিছু শব্দ যা noun বা Noun phrase এর পূর্বে
বসে Noun বা Noun phrase এর সংখা , পরিমান বা নির্দিষ্টতা নির্দেশ করে।
Determiner
সাধারনত নিম্নরূপে হয় –
Article: A , An ,The
Example: The laptop is
black.
Demonstratives
: this ,that ,
those ,these ,which
Example: This blogsite
is useful for English learner.
Possessives
: my , your ,
his ,her ,our ,their , its , whose ,karim’s etc.
Example: My website is www.ziaengteacher.blogspot.com
Quantifiers
: (a)few ,
fewer,(a)little , many, most ,much ,more ,some , any etc.
Numbers
: one ,two
,three etc
Ordinals
: first ,second
,1st,2nd etc
Pre-determiner : all,any ,other , another ,each
,both ,either ,every , few ,little , many ,more , some ,such , several etc.
Example: All regular
students must be successful.
Present participle : verb+
ing যখন adjective / verb হিসাবে কাজ করে
।
Example: Buying laptop,
Raju will begin freelancing.
Present
participle phrase :
Verb + ing + অন্য শব্দ … যখন Adjective হিসেবে
কাজ করে ।
Adjective
: যে word কোনো
noun এর দোষ ,গুন ,সংখ্যা ,পরিমান ,অবস্থা
ইত্যাদি প্রকাশ করে তাই adjective. Example: The
laptop that I like is black.
Adverb : যে word গুলো verb
কিভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করে ,তাই adverb.
Example: Mina reads attentively.
Noun
adjective : কোন noun যখন অন্য noun এর পূর্বে বসে উক্ত noun কে
বর্ণনা করে তখন তাকে noun adjective বলে।
Example: Abdullah shows a white
board.
Nominal
compound : দুটি মূল
শব্দকে যোগ করে nominal compound গঠন করা যায়।
যেমনঃ
Noun+noun
: steam engine
Adjective
+ noun : black board
Noun
+ verb : Earth quake
Gerund+
noun : washing machine
Uses
of Post Modifiers: Noun
এর পরে
শূন্যস্থান থাকলে , সেখানে Present Participle, Past
Participle, Infinitive Phrase, Adjective
Phrase, Appositive, Nominal Clause বা
Relative Clause বসতে পারে।
Infinitive:
To+ v.base form (verb এর base form)
Example: I hope to
go.
Infinitive Phrase :
To+ v.base form (verb এর base form)+ অন্য শব্দ।
Example: I hope to
get A+.
Appositive:
এটি সাধারণত Noun এর পরে বসে, ঐ Noun সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এর শুরু এবং শেষে
কমা , থাকে। যেমনঃ
We ,the people of
Bangladesh, are peace loving.
Prepositional Phrase: একটি preposition এবং
একটি Noun অথবা Pronoun নিয়ে যে Phrase গঠিত
হয় , তা- ই Prepositional Phrase.
Example: Tarek caught
the bus on time.
Relative Clause:
একটি Relative Clause সব সময় একটি Relative Pronoun ( who, which, that ইত্যাদি ) দিয়ে
শুরু হয়।
Example: The laptop that I like is black.
Nominal Clause:
Nominal Clause বা Noun Clause বাক্যে সব সময় একটি Noun হিসাবে কাজ করে । Noun
Clause গুলো Main clause এর subject অথবা object হয়।
Example: The fact that
you visited www.ziaengteacher.blogspot.com
shows your interest in learning.
No comments:
Post a Comment