Sunday, 22 August 2021

Modifiers for HSC and ALIM examinee

 

Modifier

যেসব  word, phrase  বা clause অন্য কোন  word, phrase  বা clause সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে ব্যবহার করা হয়, তাদেরকে  Modifiers  বলে

অবস্থান অনুসারে Modifier কে দুইভাগে ভাগ করা যায় যথাঃ

1.       Pre-modifiers: যেসব  word, phrase  বা clause অন্য কোন  word, phrase  বা clause এর পূর্বে বসে তাদের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে , তাদেরকে  Pre-Modifiers  বলে যেমনঃ  Raju is my brother.

 

2.       Post-modifiers: যেসব  word, phrase  বা clause অন্য কোন  word, phrase  বা clause এর পরে বসে তাদের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে , তাদেরকে  Post-Modifiers  বলে যেমনঃ  Mina reads attentively.

 

Uses of Pre-modifiers: Noun এর পূর্বে শূন্যস্থান থাকলে , সেখানে Derterminer, Pre-determiner, Present Participle, Past Participle, Adjective, অন্য কোনো Noun বা Nominal Compound বসতে পারেএছাড়া Quantifiers, Possessives, Noun-adjective  ,

 Pre-modifiers হিসাবে ব্যবহার হয়ে থাকে

 

Determiner: Determiner হচ্ছে  এমন কিছু শব্দ যা noun বা Noun phrase এর পূর্বে বসে Noun বা Noun phrase এর সংখা , পরিমান বা নির্দিষ্টতা নির্দেশ করে।

Determiner সাধারনত নিম্নরূপে হয় –

  

Article: A , An ,The

Example: The laptop is black.

 

 

Demonstratives : this ,that , those ,these ,which

Example: This blogsite is useful for English learner.

 

 

Possessives : my , your , his ,her ,our ,their , its , whose ,karim’s etc.

 

Example: My website is www.ziaengteacher.blogspot.com

 

Quantifiers : (a)few , fewer,(a)little , many, most ,much ,more ,some , any etc.

 

Numbers : one ,two ,three etc

 

Ordinals : first ,second ,1st,2nd  etc

 

Pre-determiner : all,any ,other , another ,each ,both ,either ,every , few ,little , many ,more , some ,such , several etc.

Example: All regular students must be successful.

 

            Present participle : verb+ ing  যখন adjective / verb হিসাবে কাজ করে ।

 

Example: Buying laptop, Raju will begin freelancing.

 

Present participle phrase : Verb + ing + অন্য শব্দ … যখন Adjective  হিসেবে কাজ করে ।

 

Adjective : যে word কোনো noun এর দোষ ,গুন ,সংখ্যা ,পরিমান ,অবস্থা  ইত্যাদি প্রকাশ করে তাই adjective. Example: The laptop that I like is black.

 

 Adverb : যে word গুলো verb  কিভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করে ,তাই adverb.

Example: Mina reads attentively.

 

Noun adjective : কোন  noun যখন অন্য noun এর পূর্বে বসে উক্ত noun কে বর্ণনা করে তখন তাকে noun adjective বলে।

Example: Abdullah shows a white board.

Nominal compound : দুটি মূল শব্দকে যোগ করে  nominal compound গঠন করা যায়।

যেমনঃ

Noun+noun :  steam engine

Adjective + noun :  black board

Noun + verb : Earth quake

Gerund+ noun :  washing machine

 

Uses of Post Modifiers: Noun এর রে শূন্যস্থান থাকলে , সেখানে Present Participle, Past Participle,  Infinitive Phrase, Adjective Phrase, Appositive, Nominal Clause  বা Relative Clause বসতে পারে

 

Infinitive: To+ v.base form (verb এর base form)

Example: I hope to go.

 

Infinitive Phrase : To+ v.base form (verb এর base form)+ অন্য শব্দ।

Example: I hope to get A+.

 

Appositive: এটি সাধারণত Noun এর পরে বসে, ঐ Noun সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এর শুরু এবং শেষে কমা , থাকে। যেমনঃ

We ,the people of Bangladesh, are peace loving.

 

 Prepositional Phrase: একটি preposition এবং একটি Noun  অথবা Pronoun নিয়ে যে Phrase গঠিত হয় , তা- ই Prepositional Phrase.

Example: Tarek caught the bus on time.

 

 

Relative Clause: একটি Relative Clause সব সময় একটি Relative Pronoun ( who, which, that ইত্যাদি ) দিয়ে শুরু হয়।

 Example: The laptop that I like is black.

 

Nominal Clause: Nominal Clause বা Noun Clause বাক্যে সব সময় একটি Noun হিসাবে কাজ করে । Noun Clause গুলো Main clause এর subject অথবা object হয়।

 

Example: The fact that you visited www.ziaengteacher.blogspot.com shows your interest in learning.

No comments:

Post a Comment

How to be a successful graphic designer

 Becoming a successful graphic designer involves a combination of creativity, technical skills, business acumen, and professionalism. Here a...

popular posts

google-site-verification: google8ff94859db7977f2.html google-site-verification: google8ff94859db7977f2.html